Logo

লটারির মাধ্যমে নির্ধারণ হলো ৬৪ জেলার এসপি, দ্রুতই আসছে প্রজ্ঞাপন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৫, ১১:১৫
106Shares
লটারির মাধ্যমে নির্ধারণ হলো ৬৪ জেলার এসপি, দ্রুতই আসছে প্রজ্ঞাপন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে ৬৪ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) নির্বাচন করেছে সরকার।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় ম্যানুয়াল লটারি আয়োজনের মাধ্যমে এসব পদায়ন চূড়ান্ত করা হয়। খুব শিগগির পর্যায়ক্রমে তাদের নতুন কর্মস্থলে পাঠানো হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

লটারি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হাতে-কলমে পরিচালিত হয়।

বিজ্ঞাপন

সূত্র জানায়, এসপি নির্বাচন করতে প্রথমে অতীতে জেলা পুলিশের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ‘ফিট লিস্ট’ প্রস্তুত করা হয়। সেই তালিকা থেকেই লটারির মাধ্যমে দেশের প্রতিটি জেলার জন্য একজন করে মোট ৬৪ জন কর্মকর্তাকে বাছাই করা হয়।

নির্বাচনপূর্ব প্রস্তুতির অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর ফেব্রুয়ারির শুরুর দিক থেকেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নের ব্যাপারে কাজ করছিল। প্রধান উপদেষ্টার নির্দেশনায় জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনে লটারির সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো পক্ষপাত বা প্রভাব বিস্তার না থাকে।

বিজ্ঞাপন

লটারির সিদ্ধান্তের কারণে গত সপ্তাহে ছয় জেলায় নবনিযুক্ত এসপিদের যোগদান স্থগিত রাখা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাদের ক্ষেত্রেও লটারি ফলাফল অনুযায়ী পদায়ন কার্যকর হবে।

গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনি সময়ে পুলিশ প্রশাসনের বদলি ও নিয়োগনীতি পর্যালোচনা করা হয়। সেই আলোচনার ভিত্তিতেই অবশেষে লটারির মাধ্যমে জেলাওয়ারি এসপি নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করা হলো।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD