বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না: আসিফ নজরুল

বিজ্ঞাপন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (২৯ নভেম্বর) তিনি দেশবাসীর কাছে বিএনপি নেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান।
ড. আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে লেখেন, “এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখন ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।”
বিজ্ঞাপন
বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে দলটির শীর্ষ নেতারা ইতোমধ্যে নানা সময়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চিকিৎসকদের মতে, তাঁর বিভিন্ন জটিল দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, যার কারণে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে হাসপাতালের পক্ষ থেকে এখনো কোনো নতুন বিবৃতি দেওয়া হয়নি।








