খালেদা জিয়ার সংকটজনক শারীরিক অবস্থা নিয়ে তারেক রহমানের উদ্বেগ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, তাঁর মা বর্তমানে সংকটময় অবস্থায় রয়েছেন এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তারেক রহমান জানান, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ রাখছেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
বিজ্ঞাপন
ড. ইউনুসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, খালেদা জিয়ার প্রতি প্রধান উপদেষ্টার মানবিকতা ও সহানুভূতির প্রকাশ রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য দৃষ্টান্ত।
তারেক রহমানের এই পোস্ট প্রকাশের পরদিন রাতেই খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানতে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও বিএনপির শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন।








