Logo

ক্যাডেটরা গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারি হতে প্রস্তুত: উপদেষ্টা ফরিদা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ২২:৩২
6Shares
ক্যাডেটরা গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারি হতে প্রস্তুত: উপদেষ্টা ফরিদা
ছবি: সংগৃহীত

মেরিন ফিশারিজ একাডেমির ৪৪তম ব্যাচের ক্যাডেটরা কঠোর পরিশ্রম আর দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারি হতে প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী কালীন মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (০২ ডিসেম্বর) চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ক্যাডেটদের অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও নিবেদন তাদের পেশাগত জীবনে সফল হতে সহায়তা করবে। ভবিষ্যতের কর্মজীবনে কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা, সততা, কর্মদক্ষতা ও দেশপ্রেমকে ভিত্তি করে দায়িত্ব পালন করলে তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। প্যারেডে সভাপতিত্ব করেন অ্যাকাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান।

পাসিং আউট প্যারেডে উপদেষ্টা শ্রেষ্ঠ ক্যাডেটদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করেন। এর মধ্যে ‘বেস্ট অল রাউন্ডার গোল্ড মেডেল’ অর্জন করেন মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের খন্দকার তানভীর ইসলাম। ‘বেস্ট ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল’ পান নটিক্যাল সায়েন্সের জাবের শাহরিয়ার, মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের মাইনুল ইসলাম ও মেরিন ফিশারিজের সাকিবুর রহমান। মহিলা ক্যাডেটদের মধ্যে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন নুসরাত হোসাইন আনিকা (মেরিন ফিশারিজ)।

এবারের পাসিং আউট প্যারেডে একাডেমির ৪৪তম ব্যাচের মোট ১১০ জন ক্যাডেট কোর্স সম্পন্ন করেন, যার মধ্যে ১৭ জন নারী ক্যাডেট ছিলেন। পরে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা উত্তীর্ণ ক্যাডেটদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন মেরিটাইম সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD