Logo

স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের স্বাধীন ভূমিকা অপরিহার্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৬
7Shares
স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের স্বাধীন ভূমিকা অপরিহার্য
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ | ফাইল ছবি

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীন ও সক্রিয় ভূমিকার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (৩ ডিসেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার জানান, দেশের বৃহত্তর স্বার্থে একটি ভালো, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আসন্ন নির্বাচন এক নতুন মাত্রা যোগ করবে।

তিনি আরও উল্লেখ করেন, গত দেড় দশকে দেশের নির্বাচনী পরিবেশ নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠে জনগণের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, নির্বাচন পর্যবেক্ষণ, তথ্য যাচাই ও অনিয়ম তুলে ধরতে সাংবাদিকদের অবাধ চলাচল এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে। ভোটের দিন গণমাধ্যম কর্মীরা যেন নিশ্চিন্তে দায়িত্ব পালন করতে পারেন— সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন কার্যপ্রণালী, দায়িত্ব ও নীতিমালা তুলে ধরা হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD