Logo

আন্তর্জাতিক প্রোটোকল মেনে অভ্যুত্থানে নিহতদের মরদেহ উত্তোলন করা হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০১
17Shares
আন্তর্জাতিক প্রোটোকল মেনে অভ্যুত্থানে নিহতদের মরদেহ উত্তোলন করা হবে
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

জুলাইয়ের অভ্যুত্থানে নিহতদের পরিচয় নির্ণয় ও তদন্তের স্বার্থে রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন আন্তর্জাতিক প্রোটোকল মেনেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ উত্তোলন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ তথ্য দেন।

বিজ্ঞাপন

সিআইডি প্রধান বলেন, যারা দেশের জন্য জীবন দিলেন, তাদের পরিচয় উদঘাটন করা আমাদের জাতীয় দায়িত্ব। বহু মানুষ পরিচয়হীনভাবে এখানে শায়িত আছেন—আজ সেই দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা হলো।

তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচআরের সহায়তায় আর্জেন্টিনার ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডি ব্রাইডার ঢাকায় এসে পুরো প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি গত চার দশকে ৬৫টি দেশে একই ধরনের অপারেশন পরিচালনা করেছেন।

ছিবগাত উল্লাহ বলেন, কবর থেকে মরদেহ উত্তোলন থেকে শুরু করে পোস্টমর্টেম, বোন বা টিস্যু সংগ্রহ, ডিএনএ প্রোফাইল তৈরি—সবকিছুই মিনেসোটা প্রোটোকল যথাযথভাবে অনুসরণ করে করা হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, সিটি কর্পোরেশন, ঢাকা মেডিকেল, ফরেনসিক দল, ডিএমপি, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে আগেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আবেদন যাচাই করে প্রাথমিকভাবে ১১৪টি কবর চিহ্নিত করা হয়েছে, সংখ্যাটি বাস্তবে কিছুটা বাড়তে বা কমতে পারে বলেও জানান তিনি।

পরিচয় শনাক্ত হলে ধর্মীয় সম্মান বজায় রেখে মরদেহ পুনঃদাফন করা হবে। কোনো পরিবারের সদস্য চাইলে মরদেহ গ্রহণও করতে পারবেন।

বিজ্ঞাপন

এ পর্যন্ত ১০ জন স্বজন মরদেহ শনাক্তের আবেদন করেছেন। আরও কেউ ইচ্ছুক হলে সিআইডির হটলাইনে যোগাযোগ করতে পারবেন, যেখানে তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে।

তিনি সাংবাদিকদের অনুরোধ করেন—আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী মরদেহের ছবি বা সংবেদনশীল তথ্য প্রকাশ না করতে, কারণ এটি অত্যন্ত সম্মানজনক ও মানবাধিকারসংশ্লিষ্ট কাজ।

বিজ্ঞাপন

পরিবারগুলোর দীর্ঘদিনের বেদনা স্মরণ করে সিআইডি প্রধান বলেন, অনেক স্বজন বছরের পর বছর ঘুরেছেন পরিচয় জানতে। আমরা চাই—এই জাতীয় বেদনাদায়ক অধ্যায়ের অবসান ঘটাতে পারি।

আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডি ব্রাইডার বলেন, আমি গত তিন মাস ধরে সিআইডির সঙ্গে কাজ করছি। পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক ফরেনসিক মানদণ্ড মেনে করা হবে—এ বিষয়ে আমি নিশ্চয়তা দিচ্ছি।

তিনি জানান, আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে সিআইডিকে প্রযুক্তিগত ও পেশাগত সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD