Logo

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২৫, ১৩:২৯
10Shares
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকালে ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের জন্য সরকারের সকল পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন।

প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, সারাদেশ তাঁর জন্য দোয়া করছে। তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সবাই চেষ্টা করছে। প্রয়োজন হলে তাকে দেশের বাইরে পাঠিয়ে সেখানেও চিকিৎসার ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

ওসমান হাদির বোন মাসুমা বৈঠকে আবেগঘনভাবে বলেন, সে ছোটবেলা থেকেই দেশপ্রেমিক। বিপ্লবী কবিতা ছিল তার প্রিয়। তার একটি ১০ মাসের সন্তান আছে। হাদি আমাদের মেরুদন্ড। তাকে বাঁচতে হবে, কারণ তার কাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ।

ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের দাবি করেন, হামলাকারীকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে হবে। ৫ই আগস্টের পর অনেকেই বাসায় ফিরে গেছে, কিন্তু ওসমান হাদি ফিরে যায়নি। যে ব্যক্তি গুলি করেছে, তার আগের মামলার প্রক্রিয়া ও জামিনের বিষয়ও তদন্তের আওতায় আনতে হবে।

ফাতিমা তাসনিম জুমা বলেন, জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আরও উল্লেখ করেন, এই নৃশংস হামলার সঙ্গে যারা জড়িত, তাদের পুরো চক্র চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। ঘটনার প্রতিটি দিক বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ ইতোমধ্যেই দেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

বিজ্ঞাপন

এ বৈঠক মূলত ওসমান হাদির চিকিৎসা, নিরাপত্তা এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া সমন্বয় নিশ্চিত করতে আয়োজন করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD