সারাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছার শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলা ও পৌর জাপার আয়োজনে পার্টী কার্যালয়ে উপজেলা জাপার আহবায়ক আলহাজ্ব গাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাপার সদস্য ও পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।
বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম-সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ। লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, পৌর জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, জাপানেতা ফারুক হোসেন, মীর আব্দুল গণি, পৌর যুবসংহতির সভাপতি শেখ মাসুদুর রহমান, জাপানেতা আব্দুর রহিম, দেবাশীষ সানা, আব্দুল গণি সরদার।
হরিঢালী ইউনিয়ন জাপার সভাপতি মুনছুর গাজী, সম্পাদক সাদেক শেখ, মোঃ ইবাদুল ইসলাম, যুগ্ন-সম্পাদক মাফিকুল মোড়ল ও ফজর আলী, ওয়াজেদ গোলদারসহ অনেকে।
বিজ্ঞাপন
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের এক ভয়াবহ ও হৃদয়বিদারক অধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার এবং দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর ও আলশামস বাহিনী সুপরিকল্পিতভাবে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। শিক্ষক, লেখক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক ও সংস্কৃতিকর্মীদের হত্যা করার মধ্য দিয়ে সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য ও দিশাহীন করে দেওয়াই ছিল এই নৃশংস হত্যাকাণ্ডের মূল লক্ষ্য।
তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ের এক ভয়াবহ অধ্যায়। স্বাধীনতার সূর্যোদয়ের ঠিক আগমুহূর্তে জাতির চিন্তা, বিবেক ও নেতৃত্বের ভিত্তিকে ধ্বংস করতেই এই পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।
বিজ্ঞাপন
বক্তারা গভীর শোক, বেদনা ও শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে বলেন, প্রতিবছর ১৪ ডিসেম্বর জাতি তাঁদের আত্মত্যাগ স্মরণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে অঙ্গীকারাবদ্ধ হয়।
শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ, দেশপ্রেম ও ত্যাগের চেতনা লালন করেই একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মনপুরা,ভোলা
বিজ্ঞাপন
মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোলা জেলার মনপুরা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও তাদের অবদান স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু মুসা।
বিজ্ঞাপন
তিনি বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশ মেধাশূন্য হয়ে পড়ে। কিন্তু বুদ্ধিজীবীদের আদর্শ আজও আমাদের পথ দেখায়। রাষ্ট্র পরিচালনা থেকে সমাজ গঠন—সব ক্ষেত্রে তাদের চিন্তা ও চেতনা ধারণ করাই এই দিবসের মূল শিক্ষা।”
আলোচনা সভায় বক্তব্য রাখেন মনপুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিমান্ত হেলাল।
তিনি বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন সত্য ও বিবেকের প্রতীক। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে তাদের আদর্শ ধারণ করে সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালানো এবং জাতিকে সচেতন রাখা।”
বিজ্ঞাপন
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা।
তিনি বলেন, “বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্মম অধ্যায়। এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে মুক্তিযুদ্ধের চেতনা কখনো মুছে না যায়।
প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন মনপুরা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাআব্দুল্লাহ আল নোমান।
বিজ্ঞাপন
তিনি বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা শুধু ইতিহাসের অংশ নন, তারা আমাদের প্রতিদিনের কাজের প্রেরণা। কৃষি, শিক্ষা, প্রশাসন—সব খাতে দেশ গঠনে তাদের আদর্শ অনুসরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মনপুরা থানার অফিসার ইনচার্জ মাহমুদ আর ফরিদ (ভূঁইয়া), উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বরেণ্য শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের হত্যা করে। স্বাধীনতার ৫২ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতিকে প্রগতিশীল ও মানবিক রাষ্ট্র গঠনে অনুপ্রেরণা জোগাচ্ছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নগরকান্দা ফরিদপুর : মহান মুক্তিযুদ্ধের এক শোকাবহ দিন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর বধ্যভূমিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বধ্যভূমির গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
বিজ্ঞাপন
পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাঁদের আদর্শ ধারণ করেই দেশ গঠনে এগিয়ে যেতে হবে এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) রবিবার জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পূস্পস্তবক অর্পণ, আলোচনা সভা।
সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি,বেসরকারি দপ্তর বিভিন্ন সামাজিক - সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভা হয়।
জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানসহ অন্যরা। সভায় বক্তারা বলেন, একাত্তরে এই দিনে জাতিকে মেধাশূণ্য করে দিতে জাতির সূর্যসন্তানদের হত্যা করে। সবাইকে ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নিতে আহবান জানান, বক্তারা।
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের এক ভয়াবহ ও হৃদয়বিদারক অধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার এবং দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর ও আলশামস বাহিনী সুপরিকল্পিতভাবে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। শিক্ষক, লেখক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক ও সংস্কৃতিকর্মীদের হত্যা করার মধ্য দিয়ে সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য ও দিশাহীন করে দেওয়াই ছিল এই নৃশংস হত্যাকাণ্ডের মূল লক্ষ্য।
তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ের এক ভয়াবহ অধ্যায়। স্বাধীনতার সূর্যোদয়ের ঠিক আগমুহূর্তে জাতির চিন্তা, বিবেক ও নেতৃত্বের ভিত্তিকে ধ্বংস করতেই এই পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।
বক্তারা গভীর শোক, বেদনা ও শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে বলেন, প্রতিবছর ১৪ ডিসেম্বর জাতি তাঁদের আত্মত্যাগ স্মরণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে অঙ্গীকারাবদ্ধ হয়। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ, দেশপ্রেম ও ত্যাগের চেতনা লালন করেই একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে ১০টায় উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলের অংশগ্রহনে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর থানা অফিসার ইনচার্জ মামুন শাহ, সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ন আহব্বায়ক কে এম আবু সাইদসহ অন্যান্যরা।
দিঘলিয়া প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, ১৯৭১ সাল আমাদের স্মরনীয় বছর । আমাদের পাওয়ার আনন্দ যেমন রয়েছে পাশাপাশি হারানোর বেদনাও রয়েছে।
বাঙালির জয় নিশ্চিত বুঝতে পেরে পাক হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহায়তায় বাংলার সূর্য সন্তানদের বাছাই করে নিশংসভাবে হত্যা করে। পরিকল্পিতভাবে এ দেশকে মেধাশূন্য করার জন্য ১৪ ডিসেম্বর খুঁজে খুঁজে ১১শ ১১ জন বুদ্ধিজীবীকে রায়ের বাজার বদ্ধভূমিতে নিয়ে নৃশংস ভাবে হত্যা করে। ডিসেম্বরেই সবচেয়ে বেশীসংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।
শিক্ষার্থীদের সাথে নিয়ে আগামীর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বুদ্ধিজীবী দিবস এবং স্বাধীনতা সম্পর্কে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে বলে জানান।
দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহবুবল আলম, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সর্দার শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা নিরাপদ বিশ্বাস ।
এ সময় অন্যান্যেল মধ্যে আরও উপস্থিত ছিলেন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত , জনস্বাস্থ্য প্রকৌশল মো. মুস্তাফিজুর রহমান , আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার , যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন , মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহামুদা সুলতানা, মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ খাঁ বাবলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান , উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসনাত উপজেলার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটির কর্মসূচির অংশ হিসেবে চান্দিনা উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। তাঁদের আত্নত্যাগ জাতির ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাঁদের চিন্তা-চেতনা ধারণ করেই একটি অসাম্প্রদায়িক,গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা তানজিলা খন্দকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিনা ইয়াসমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছার কপিলমুনিতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন জাপার আয়োজনে পার্টী কার্যালয়ে কপিলমুনি ইউনিয়ন জাপার সভাপতি সরদার ফরিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাপার সদস্য জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।
বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম-সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, পৌর জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়, পৌর যুবসংহতির সভাপতি শেখ মাসুদুর রহমান, জাপানেতা আব্দুর রহিম, দেবাশীষ সানা।
হরিঢালী ইউনিয়ন জাপার সাধারন সম্পাদক সাদেক শেখ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হরিঢালী ইউনিয়ন জাপার সভাপতি মুনছুর গাজী, যুগ্ন-সম্পাদক মাফিকুল মোড়ল, মোঃ ওয়াজেদ গোলদার, শাহিন গোলদার, মনিরুল ইসলাম মোড়ল, মোঃ ইকবাল গোলদার ও মোঃ কামাল গাজীসহ অনেকে।
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে, সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
সভার শুরুতে বাংলাদেশের স্বাধীনতার জন্য বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এরপর উপস্থিত বক্তাগন ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের গুরুত্ব ও তাঁদের অবদান তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, শহিদ বুদ্ধিজীবীরা আমাদের মুক্তিযুদ্ধের রূপকার। তাদের স্মৃতি চিরকাল বাঙালির হৃদয়ে বেঁচে থাকবে। তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন, আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং যারা আমাদের ভাষা ও সংস্কৃতির জন্য লড়াই করেছেন, তাঁদের প্রতি অঙ্গীকার বদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আমির আলী ফকির, সদস্য সচিব ফকির দ্বীন মোহাম্মদ,
মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ, শেখ রায়হান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী প্রমূখ।
(মধ্যনগর)সুনামগঞ্জ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা ও পরিষদের হলে রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ই ডিসেম্বর) এগারোটার সময় উপজেলা র অস্থায়ী কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. একেএম শাহাবুদ্দীন শাহীন,বংশীকুন্ডা দক্ষিন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলুয়ার হোসেন,মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এমএমান্নান,মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃমিজানুর রহমান প্রমুখ।সভায় বক্তাগণ আজকের এইদিনে সকল শহীদ হওয়া বুদ্ধি জীবিদের স্মরণে শ্রদ্ধায় রুহের মাগফেরাত কামনা ও দিনটির তাৎপর্য তুলে ধরে গুরুপূর্ণ বক্তব্য রাখেন।
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলের অংশগ্রহনে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর থানা অফিসার ইনচার্জ মামুন শাহ, সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ন আহব্বায়ক কে এম আবু সাইদসহ অন্যান্যরা।
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
তালায় শোক, শ্রদ্ধা আর ভালবাসার মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান সভাপতিত্বে ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা জামায়াত নেতা আফতাব উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মফিজউদ্দীন প্রমুখ।
এসময় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের শক্তিকে বিশেষ একটি দিনের ফ্রেমে আবদ্ধ না রেখে শোককে শক্তিকে রুপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে সম্মলিতি প্রচষ্টোয় স্বনর্ভির বাংলাদশে গড়ার পাশাপাশি ভবিষ্যত প্রজম্মকে বুদ্ধজিীবী দিবসের সঠিক ইতিহাস সর্ম্পকে অবগত করার উপর গুরুত্বারোপ করেন।
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর, ২০২৫) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার-এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী, উপজেলা প্রকৌশলী) এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, উপজেলা বিএনপির সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম মুছা, এনসিপি’র উপজেলা উপজেলা প্রধান সমন্বয়কারী আরিফুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি দ্বীন ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি রিয়াজুল করীম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ডাঃ এম হাবিল বাঙালি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ
জীবননগর (চুয়াডাঙ্গা)
১৪ ডিসেম্বর জীবননগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উন্মুক্তভাবে অতিথিরা তাদের মতামত ব্যক্ত করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন।
সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তাঁদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার সঙ্গে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণ করে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিনা আক্তার। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য ও মেধাশূন্য করার লক্ষ্যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করে। তৎকালীন পাকিস্তানি রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনী বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার উদ্দেশ্যে চূড়ান্ত বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে এই পরিকল্পিত হত্যাযজ্ঞ সংঘটিত করে।
তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীসহ সকল নিরপরাধ মানুষের ওপর সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, থানা অফিসার ইনচার্জ খালেদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, সাংবাদিক আজগর আলী খান, যুব উন্নয়ন কর্মকর্তা শান্তি রতন চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম এবং সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা।
এছাড়াও দিবসের কর্মসূচিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
নাশিদ আহমেদ তুষার, গাজীপুর :
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বুদ্ধিজীবীদের প্রতি যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস।
রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন স্মরণীয় কর্মসূচি গ্রহণ করা হয়।
সকালে ঢাকার মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল ৮টায় এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে সকাল ৯টায় বাউবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক ও শ্রেষ্ঠ সন্তান। পাকিস্তানি স্বৈরশাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের মেধাবী সন্তানদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। শহিদদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়েই বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করেছে।
তিনি আরও বলেন, দেশের মাটি, মানুষ ও জাতীয় পতাকা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে বুদ্ধিজীবীসহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এর আগে ভোর ৬টা ৩১ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাজীপুরে অবস্থিত বাউবির মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া যোহরের নামাজ শেষে গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে শহিদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে সারাদেশে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহেও স্ব স্ব কেন্দ্রপ্রধানের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাচত্বরে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর থানায় কর্মরত পাবনা জেলার কনস্টেবল মেছের আলী, আব্দুল মালেক ও সিরাজগঞ্জের সিরাজুল ইসলাম নামের তিনজন শহীদ কনস্টেবলের কবরস্থানে পুস্পমাল্য অর্পণ ও তাদের স্মরণসভায় বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে, থানাচত্বরে ওই তিনজন শহীদের কবরস্থানে উপজেলা প্রশাসন, থানাপুলিশ ও মহিলা কলেজের পক্ষ থেকে পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়। সংক্ষিপ্ত আলোচনা ও স্মৃতিচারণ করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, প্রত্যক্ষদর্শী সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী। শেষে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের ইতিহাস ও শহীদদের জীবনী নিয়ে বক্তব্য রাখেন,ঘোড়াঘাট থানার ওসি মো.শহিদুল ইসলাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাস সহ অনেকে।
আলোচনা সভা শেষে উপস্থিতিদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ আলী।
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ই ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় জামালপুর জান্নাতুল মাওয়া কবরস্থানে শহীদ বুদ্ধিজীবী বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ এর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মানবেন্দ্র মজুমদার, কৃষি অফিসার রতন কুমার ঘোষ, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস, শহীদ বুদ্ধিজীবী হারুন অর রশিদের ছেলে মোঃ কাউসার ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনা র আটপাড়া উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার(১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাদের আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আরশেদ আলীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ হারুন অর-রশীদ।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আরশেদ আলীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মোঃ হারুন অর-রশীদ বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরীফ-উল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, মো. রেজাউল করিম রিংকু, বিএনপি নেতা মো. ফজলুল হক টুকু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী আলী খান, হাবাসপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান প্রামানিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় তিনি ছাড়াও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক শিক্ষাবিদ এবিএম সিদ্দিক চঞ্চল, হোসেনপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয় কারী মোহাম্মদ জাকির হোসেন, জুলাই যোদ্ধা আল- আমিন, উপজেলা জামায়াতে ইসলামী আমির আমিনুল হক, খেলাফত মজলিসের সভাপতি আবুল কালাম ফারুকী, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ, গণঅধিকার পরিষদের সভাপতি ইমরান হাবিব, হোসেনপুর উপজেলা মূলধারার সাংবাদিক ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক মিজানুল হক, সাংবাদিক ও কলামিস্ট মো.মিজানুর রহমান মামুন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, শহিদ বুদ্ধিজীবি আবু হেনা শামছুদ্দোহার মেয়ে সুরাইয়া আক্তার হেনা প্রমুখ।
আলোচনা সভার প্রথমে শহিদ বুদ্ধিদের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা ও মোনাজাত পরিচালনা করে দোয়া পরিচালনা করা হয়।
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে বিনম্র শ্রদ্ধা ও স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) নানান কর্মসূচীর মধ্য দিয়ে রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৮ টায় ডাকরা বধ্যভূমির শহীদ বেদীতে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে স্মৃতি সৌধের পাদদেশে স্মরণ সভা, আলোচনা, এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
এ সময় বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, ওসি মো. আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধ কালীন সহ কমান্ডার অতীন্দ্র নাথ হালদার দুলাল, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, ভোজপাতিয়া বিএনপির সভাপতি মো. আল আমীন, উপজেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, পেড়িখালী ইউনিয়ন জামায়াতের আমীর ফকির গোলাম মাওলা প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরে সকাল ১০ টায় উপজেলা চত্ত্বরের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ ও পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শহীদদের জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়। ওই সময় সমাজসেব কর্মকর্তা মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, প্রধান শিক্ষক হাওলাদার আ. মান্নান, এম, এ সবুর রানা, আবুল কালাম আজাদ
প্রমুখ। এ সময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।#
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বাঘা।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার প্রমুখ।
এছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদবাগে অবস্থিত বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকাল সাড়ে ৯টায় কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর একে একে বিভিন্ন সরকারি দপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনীতিবিদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক।
শ্রদ্ধাঞ্জলি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়, যা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার (১৪ ডিসেম্বর) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সকাল ১০টায় উপজেলার মুশুল্লী ইউনিয়নের শুভখিলা বধ্যভুমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে নান্দাইল উপজেলার প্রশাসনিক হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলাতানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবু মোহাম্মদ সায়েম, উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা, সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, সাংবাদিক এবি সিদ্দিক খসরু, ফয়সাল আহম্মেদ প্রমুখ।
ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সরকারি, আধা-সরকারি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এ উপলক্ষে সকালে ভাঙ্গা উপজেলার চন্ডীদাসদী এবং জান্দী গ্রামের বধ্যভূমিতে পুষ্পস্থাবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মাধবপুর কবরস্থানে দোয়া ও মোনাজাত করা হয়।
এতে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু-জাহের সহ আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম,ভাঙ্গা সরকারি কমিশনা( ভূমি) সাদরুল আলম সিয়ামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মমিনুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিলো। কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজও আমাদের প্রেরণার উৎস হয়ে আছে।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, প্রানিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমান,একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলারানীকুন্ডু প্রমুখ
(রাণীশংকৈল প্রতিনিধি
সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দিনটি উদযাপন উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি ঘিরে রবিবার (১৪ ডিসেম্বর) এদিন সকালে পৌর শহরের উপজেলা প্রশাসনের আয়োজনে খুনিয়াদিঘীতে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শহিদ যোদ্ধাদের উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামাজিক এনজিও সংগঠনসহ রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুস্পর্বক অর্পণ করেন।
এদিন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তন হলরুমে নির্বাহী কর্মকর্তা মিজ খাজিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপ- সহকারী কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, সহকারী কমিশনার ( ভূমি) মুজিবুর রহমান, পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আব্দুল বারী প্রমুখ।
উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি রজব আলী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, জাতীয় নাগরিক পার্টি উপজেলা আহ্বায়ক শাহাজান আলীসহ উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সোনারগাঁ
শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯:৩০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষ “ অর্কিড “ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসিফ আল জিনাত।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, দেশ গঠনে তাঁদের অবদান এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা মানে জাতির ইতিহাস ও চেতনাকে নতুন করে ধারণ করা। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এসময় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান,সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব সার্কেল ) ফাইরুজ তাসনিম, সোনারগাঁ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমাইয়া ইয়াকুব, সোনারগাঁ থানার ওসি মোঃ মহিববুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসান ও স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








