Logo

মানিক মিয়া এভিনিউয়ে জনস্রোত, একের পর এক মিছিলে মুখর এলাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৮
7Shares
মানিক মিয়া এভিনিউয়ে জনস্রোত, একের পর এক মিছিলে মুখর এলাকা
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকেই মানুষের ঢল নামতে শুরু করেছে। স্লোগান দিতে দিতে বিভিন্ন স্থান থেকে আসা একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশ করছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, মিছিলকারীরা “আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো”, “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”—এমন নানা স্লোগানে এলাকা মুখর করে তুলেছেন।

ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর টহলের পাশাপাশি পুলিশ, র‍্যাব ও আনসারের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, বাদ জোহর ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।

এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছায় ওসমান হাদির মরদেহ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।

এদিকে জানাজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে ৮৭০ জন আনসার সদস্য মোতায়েন থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD