Logo

হাদির জানাজায় অংশ নিতে সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২৫, ১২:২১
7Shares
হাদির জানাজায় অংশ নিতে সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ শুরু
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানুষের ঢল নেমেছে।

বিজ্ঞাপন

দীর্ঘ সময় অপেক্ষার পর শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানিক মিয়া এভিনিউয়ে অবস্থানরত ছাত্র-জনতাকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়।

অনুমতি পাওয়ার পর চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেট দিয়ে সারিবদ্ধভাবে হাজারো মানুষ দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। এ সময় পুরো এলাকা জুড়ে শৃঙ্খলাবদ্ধভাবে নিরাপত্তা তল্লাশি চালানো হয়।

বিজ্ঞাপন

শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ছাত্রসমাজ এবং সাধারণ মানুষ মিছিল নিয়ে সংসদ ভবন এলাকার আশপাশে জড়ো হতে থাকেন।

দক্ষিণ প্লাজায় প্রবেশের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি এস এম নজরুল ইসলাম বলেন, “হাদির মতো মানুষ খুব কমই জন্ম নেয়। এমন একজন মানুষের জানাজায় অংশ নিতে দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়ানো আমার কাছে সৌভাগ্যের বিষয়। প্রয়োজন হলে সারাদিন দাঁড়িয়ে থাকতেও প্রস্তুত ছিলাম। ইচ্ছে ছিল তিনি সুস্থ হয়ে ফিরে এলে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেব, কিন্তু সেই সুযোগ আর হলো না—এটাই আমার কষ্ট।”

বিজ্ঞাপন

জানাজাকে কেন্দ্র করে পুরো সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD