Logo

বাংলাদেশ বীরদের দেশ: প্রেস সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর, ২০২৫, ১৩:০২
2Shares
বাংলাদেশ বীরদের দেশ: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে বীরদের দেশ হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের বহু নিভৃতচারী বীর আছেন, যারা দেশ থেকে দূরে থেকেও বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে শফিকুল আলম লেখেন, মাত্র দুই দিনের ব্যবধানে তিনি তিনটি জানাজায় অংশ নিয়েছেন। এর মধ্যে শরিফ ওসমান হাদি ছিলেন একজন তরুণ বীর, যিনি রাজনীতিতে ‘ইনসাফ’ ও ন্যায়ের শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তাঁর জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন—অনেকে সংখ্যাটি দশ লাখ ছাড়িয়েছে বলেও মনে করেন। এটি প্রমাণ করে, কীভাবে তিনি অল্প সময়েই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। শফিকুল আলমের ভাষায়, শরিফ ওসমান হাদি ছিলেন এক ব্যতিক্রমী চরিত্র, যার তেজস্বী ও বাগ্মী বক্তব্য ভবিষ্যৎ প্রজন্মের প্রতিবাদী কণ্ঠকে অনুপ্রাণিত করবে এবং তার নিঃস্বার্থ সংগ্রাম আগামী দিনের অধিকার আদায়ের আন্দোলনের পথরেখা বদলে দিতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, সুদানে সাম্প্রতিক এক ড্রোন হামলায় বাংলাদেশের ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই তরুণরা ছিলেন দেশের সাধারণ গ্রাম থেকে উঠে আসা নিভৃতচারী বীর—কারো স্বামী, কারো বাবা, আবার কারো আদরের সন্তান। গভীর মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে তাঁদের শেষ বিদায় জানানো হয়েছে। আত্মীয়স্বজন, সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতিসংঘের প্রতিনিধিরা তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন, যারা বিশ্বের এক অস্থির অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে জীবন উৎসর্গ করেছিলেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশের এমন বহু বীর আছেন, যারা নীরবে বিশ্বশান্তির জন্য কাজ করে যাচ্ছেন।

পোস্টে তিনি মুক্তিযুদ্ধের বীর সেনানী আবদুল করিম খন্দকার (এ কে খন্দকার)-এর কথাও স্মরণ করেন। তিনি ছিলেন একজন জিডি পাইলট, যিনি জীবদ্দশায় প্রায় ৩ হাজার ৪০০ ঘণ্টা যুদ্ধবিমান পরিচালনা করেছেন। অত্যন্ত সাধারণ জীবনযাপনকারী এই মানুষটি কর্মদিবস শেষে পরিবারকে সময় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কিন্তু মাতৃভূমির স্বাধীনতার ডাক এলে তিনিই পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে বিমানবাহিনীর বিদ্রোহে নেতৃত্ব দেন এবং মুক্তিবাহিনীতে যোগ দেন।

বিজ্ঞাপন

শফিকুল আলম লেখেন, এ কে খন্দকারের গড়ে তোলা ‘কিলো ফ্লাইট’ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিবাহিনীর উপ-প্রধান হিসেবে তিনিই ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ বাংলাদেশি মুক্তিযোদ্ধা, যিনি পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সাক্ষী ছিলেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ বিমানবাহিনী ও জাতীয় পতাকাবাহী সংস্থা বাংলাদেশ বিমান গঠনে অবদান রাখেন। পরবর্তী সময়ে ইতিহাসের প্রচলিত বয়ানকে চ্যালেঞ্জ জানানোয় তাকে নানা মূল্য দিতে হলেও তিনি নীরবে পড়াশোনা ও লেখালেখির মধ্যেই সময় কাটান।

পোস্টের শেষাংশে শফিকুল আলম লেখেন, বাংলাদেশ সত্যিই বীরদের দেশ—যদি আমরা জানি, তাদের কোথায় খুঁজে নিতে হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD