Logo

বৃহস্পতিবার বিমানযাত্রীদের আগে রওনা দেওয়ার অনুরোধে বিজ্ঞপ্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৫:৩৫
13Shares
বৃহস্পতিবার বিমানযাত্রীদের আগে রওনা দেওয়ার অনুরোধে বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আগামী বৃহস্পতিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে জনসমাগম ও যানজটের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের ফ্লাইটের নির্ধারিত সময়ের আগে রওনা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২৫ ডিসেম্বর সকাল থেকে বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) ব্যাপক জনসমাগমের মুখোমুখি হতে পারে। এতে সংশ্লিষ্ট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের যাত্রা যাতে সুষ্ঠু, সুন্দর এবং নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে নির্ধারিত সময়ের অনেক আগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া জরুরি। সবার সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন

বিএনপি সূত্র জানায়, ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে দলের নেতাকর্মীরা ব্যাপকভাবে উপস্থিত থাকবেন। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই জনসমাগম অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যাত্রীদের আরও অনুরোধ করেছেন, আগাম প্রস্তুতি গ্রহণ করে যাত্রা নিশ্চিত করা এবং সম্ভব হলে যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের বিষয়টি বিবেচনা করা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD