শাহবাগে বন্ধ যান চলাচল, বিকল্প পথে কচ্ছপের গতিতে চলছে গাড়ি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এর ফলে বর্তমানে শাহবাগ মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, জনভোগান্তি কমাতে শাহবাগে সংযুক্ত সব সড়কে ডাইভারশনের ব্যবস্থা করা হয়েছে।
সায়েন্সল্যাব দিক থেকে আসা যানবাহনগুলো শাহবাগ মোড়ে এসে বাম দিকে মোড় নিয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ইউটার্ন নিয়ে পুনরায় শাহবাগ হয়ে মৎস্য ভবনের দিকে অগ্রসর হচ্ছে।
বিজ্ঞাপন
একইভাবে অন্যান্য সড়ক থেকেও গাড়িগুলো বাম পাশ দিয়ে ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। তবে জরুরি সেবার গাড়ি, বিশেষ করে অ্যাম্বুলেন্স, সীমিতভাবে শাহবাগ মোড়ে প্রবেশের সুযোগ পাচ্ছে।
দুপুর ২টা থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমায়েতের পরিমাণ বাড়তে থাকে। সংগঠনটির পক্ষ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের শাহবাগে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এ সময় ইনকিলাব মঞ্চ চার দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে— হত্যাকাণ্ডে জড়িত খুনি ও সহযোগীদের দ্রুত বিচার সম্পন্ন করা, দেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল, ভারতে আশ্রয় নেওয়া অভিযুক্তদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করা এবং সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনা।
শাহবাগ মোড়ে চলমান এই কর্মসূচির কারণে আশপাশের এলাকায় যানজট ও ধীরগতির ট্রাফিক পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।








