Logo

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ নরেন্দ্র মোদীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:২০
8Shares
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ নরেন্দ্র মোদীর
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই শোকবার্তা জানান নরেন্দ্র মোদী।

শোকবার্তায় নরেন্দ্র মোদী খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করেন এবং দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় থাকবে বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের কথাও স্মরণ করেন। পাশাপাশি আশা প্রকাশ করেন, খালেদা জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে সহায়ক হবে।

শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী প্রার্থনা করেন, সৃষ্টিকর্তা যেন খালেদা জিয়ার আত্মাকে শান্তি দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD