খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার ছুটি ঘোষণা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করার ঘোষণা দিয়েছে সরকার। এ উপলক্ষে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) একদিনের সাধারণ ছুটিও থাকবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। ভাষণে তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এই দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধারণের আহ্বান জানান।
এ ছাড়াও তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও অবদানের কথা স্মরণ করেন।
বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টা বলেন, দেশ ও জাতির জন্য বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার রাজনৈতিক জীবন ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রীয় শোক চলাকালে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ দেশের সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ নেমে এসেছে। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রীর প্রয়াণে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্তকে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি সম্মান হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির ঘোষণার ফলে সরকারি কার্যক্রমে সাময়িক বিরতি থাকবে। পরবর্তী সময়ে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে মঙ্গলবার সকাল ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।








