রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে, জানাজা সংসদ প্লাজায়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
বিজ্ঞাপন
তিনি জানান, খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় অবস্থিত জিয়া উদ্যানে দাফন করা হবে। সেখানে তার স্বামী এবং দেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানিয়েছেন, বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ প্লাজায় জোহরের নামাজের পর খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবারই তার মরদেহ এভারকেয়ার হাসপাতালে রাখা হবে এবং বুধবার সকালেই সংসদ ভবনে আনা হবে।
বিজ্ঞাপন
এর মাধ্যমে রাষ্ট্র তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফনের মাধ্যমে দেশের জন্য তার অবদানের স্বীকৃতি জানানো হবে।








