Logo

একযোগে এনবিআরের ১৭ কমিশনারকে বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৯:৫১
10Shares
একযোগে এনবিআরের ১৭ কমিশনারকে বদলি
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস ও ভ্যাট বিভাগের ১৭ জন কমিশনারকে একসঙ্গে বদলি করা হয়েছে। জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দপ্তরে পদায়নসহ আন্তঃদপ্তর বদলির এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নবসৃষ্ট দপ্তরে পদায়ন এবং প্রয়োজনীয় আন্তঃদপ্তর বদলির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানপত্রের অনুলিপি এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআর সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই বদলি-পদায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD