Logo

ক্লোন ও নকল মোবাইল ফোন শনাক্তে নতুন পদক্ষেপ নিল সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারী, ২০২৬, ১৪:১৯
26Shares
ক্লোন ও নকল মোবাইল ফোন শনাক্তে নতুন পদক্ষেপ নিল সরকার
ছবি: সংগৃহীত

দেশে ক্লোন ও নকল মোবাইল ফোনের ব্যাপকতা লক্ষ্য করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পর আবিষ্কার হওয়া ভুয়া ও ডুপ্লিকেট আইএমইআই নম্বরগুলোর ওপর এখনই সরাসরি ব্লক নয়; বরং এসবকে ‘গ্রে’ ক্যাটাগরিতে ট্যাগ করার নির্দেশ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

শনিবার (৩ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে মোবাইল নেটওয়ার্কে লাখ লাখ ভুয়া ও পুনঃপ্রোগ্রাম করা আইএমইআই সচল রয়েছে। এর মধ্যে ‘১১১১১১১১১১১১১’, ‘০০০০০০০০০০০০০’ এবং ‘৯৯৯৯৯৯৯৯৯৯৯৯’ প্রভৃতির মতো অস্বাভাবিক প্যাটার্নের নম্বরও রয়েছে। তবে জনজীবনে হঠাৎ করে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় এগুলো ব্লক না করে ‘গ্রে’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব ফোনের কোনো নিরাপত্তা পরীক্ষা বা রেডিয়েশন টেস্ট করা হয়নি। বর্তমানে চারটি মোবাইল অপারেটরের নেটওয়ার্কে এসব ফোন ব্যাপকভাবে সক্রিয় রয়েছে এবং সারাদেশে ছড়িয়ে আছে। সরকারের লক্ষ্য, সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগ বাধাগ্রস্ত না হয়ে প্রয়োজনীয় শনাক্তকরণ কার্যক্রম সম্পন্ন করা।

বিজ্ঞাপন

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ বছরে শুধু একটি আইএমইআই নম্বর ‘৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯’-এর বিপরীতে প্রায় ৩ কোটি ৯১ লাখ সংযোগ হয়েছে। এছাড়া অন্যান্য ডুপ্লিকেট আইএমইআই নম্বর যেমন ৪৪০০১৫২০২০০০-এ ১৯ লাখ, ৩৫২২৭৩০১৭৩৮৬৩৪-এ ১৭ লাখ এবং ৩৫২৭৫১০১৯৫২৩২৬-এ ১৫ লাখের মতো ডিভাইস নেটওয়ার্কে সচল রয়েছে।

এ ধরনের ডিভাইস স্মার্টফোন ছাড়াও বিভিন্ন আইওটি ডিভাইসের হতে পারে। তবে মোবাইল অপারেটররা এই মুহূর্তে ফোন, সিম-সংযুক্ত ডিভাইস ও আইওটি ডিভাইসের আইএমইআই আলাদা করে শনাক্ত করতে পারছে না। সরকার ইতোমধ্যেই বৈধভাবে আমদানি করা আইওটি ডিভাইস আলাদাভাবে ট্যাগ করার উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদনে দেখা গেছে, ডিজিটাল জালিয়াতির ৭৩ শতাংশ অনিবন্ধিত ডিভাইসে ঘটেছে।

বিটিআরসি ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ই-কেওয়াইসি জালিয়াতির ৮৫ শতাংশ অবৈধ বা পুনঃপ্রোগ্রাম করা হ্যান্ডসেট ব্যবহার করে হয়েছে। এছাড়া ওই বছরে ১,৮ লাখ ফোন চুরির রিপোর্ট আসে, যার অধিকাংশই উদ্ধার হয়নি।

এই নতুন ‘গ্রে আইএমইআই’ নীতি মোবাইল অপারেটর এবং সরকারের জন্য একটি পূর্বসতর্ক ব্যবস্থা হিসেবে কাজ করবে, যাতে ভুয়া ও ক্লোন ফোন শনাক্ত করা যায় এবং জনজীবনে হঠাৎ কোনো বড় ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়। সরকারের লক্ষ্য হলো আইএমইআই ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD