আইপিএল সম্প্রচার স্থগিতের প্রস্তাব আইনগত খতিয়ে দেখা হচ্ছে

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার স্থগিত রাখার প্রস্তাবের আইনগত দিক যাচাই করা হচ্ছে। এই প্রস্তাবের প্রেক্ষিতে প্রয়োজনীয় পর্যালোচনা শেষে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিজ্ঞাপন
রবিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা আলোচনায় আসে। এ প্রসঙ্গে আইন উপদেষ্টার পক্ষ থেকে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাব দিলে বিষয়টি সরকারের নজরে আসে।
বিজ্ঞাপন
তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখাই সবার জন্য ইতিবাচক হতো। সাধারণভাবে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়ের মাধ্যমে দূরত্ব কমানোর চেষ্টা করা হয়। কিন্তু এ ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে।
তিনি আরও বলেন, কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার নিশ্চয়তা দেওয়ার পর রাজনৈতিক কারণে তাকে বাদ দেওয়া হয়েছে—এটি দেশের মানুষের অনুভূতিতে আঘাত দেয়। স্বাভাবিকভাবেই জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
তথ্য উপদেষ্টা জানিয়েছেন, এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট অবস্থান জানানো প্রয়োজন। সেই কারণে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার প্রস্তাবের আইনগত দিক ও প্রক্রিয়াগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু পর্যালোচনা শেষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
মুস্তাফিজকে বাদ দেওয়ার যুক্তি প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো ভিত্তিতে একজন খেলোয়াড়কে অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে—তা গ্রহণযোগ্য নয়। এজন্য সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন।
রিজওয়ানা হাসান আরও জানান, বর্তমানে আইপিএল সম্প্রচার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে আইনগতভাবে খতিয়ে দেখা হচ্ছে, এবং প্রয়োজন হলে সরকার উপযুক্ত পদক্ষেপ নেবে।








