Logo

রাতের কেঁপে উঠল সিলেট, আগামী ৪৮ ঘণ্টায় আফটারশকের আশঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ১৪:০৮
রাতের কেঁপে উঠল সিলেট, আগামী ৪৮ ঘণ্টায় আফটারশকের আশঙ্কা
ছবি: সংগৃহীত

মধ্যরাতে মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে সিলেট ও আশপাশের অঞ্চলে পরপর দু’বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পে কেঁপে ওঠে এলাকা। ৩০ সেকেন্ডের ব্যবধানে ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়, যা সিলেটের সঙ্গে ভারতের আসামের কিছু অংশকেও কাঁপিয়ে তোলে।

বিজ্ঞাপন

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সকালে ফেসবুকে এই ঘটনা নিশ্চিত করে জানান, আজ ভোরে বাংলাদেশে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২ এবং ৩০ সেকেন্ড পর ভারতের আসাম রাজ্যে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।

গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, দুটি ভূমিকম্পই গোয়াহাটির কাছে মরিগাও অঞ্চলে উৎপন্ন হয়েছে। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর (USGS) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উভয় ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে হয়েছিল।

বিজ্ঞাপন

তিনি আরও সতর্ক করে বলেন, ৫.৪ মাত্রার এই ভূমিকম্প মধ্যম মানের হলেও এর পরবর্তী ৪৮ ঘণ্টায় আফটারশক হওয়া সম্ভব। আফটারশকের ঝুঁকি রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ অঞ্চল, উত্তর ও পূর্ব পাশের যে কোনো ফল্ট লাইনে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রথম ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ঘরবাড়ি ও পাড়া-মহল্লায় ছোটখাটো আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ রাতভর বাইরে অবস্থান করেন। তবে কোনো প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জ্বালানি, যোগাযোগ ও জরুরি সেবা বিভাগগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, আতঙ্কিত হওয়ার পরিবর্তে নিরাপদ স্থানে অবস্থান রাখা ও ভবনের ভেতরে ভারী জিনিসের নিচে না থাকা গুরুত্বপূর্ণ।

মোস্তফা কামাল পলাশের মতে, স্থানীয় প্রশাসন ও জনগণকে আগামী দুই দিনের মধ্যে ভূমিকম্প সংক্রান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আফটারশকের সম্ভাবনা থাকায় যেকোনো প্রান্তিক এলাকা বিশেষভাবে নজরে রাখতে হবে বলে সতর্ক করেন তিনি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD