Logo

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ সরকারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ১৩:২৫
আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ সরকারের
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনার জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

সোমবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ক্রিকেট আসরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়েছে—যা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে কোনো গ্রহণযোগ্য বা যুক্তিসংগত কারণ জানা যায়নি। এমন সিদ্ধান্তে বাংলাদেশের সাধারণ মানুষ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ ও অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে মুস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএলে অংশগ্রহণ নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। এরই মধ্যে ভারতের কিছু কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ করে আসছিল বলে জানা যায়।

বিজ্ঞাপন

এই প্রেক্ষাপটে শনিবার (৩ জানুয়ারি) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। পরবর্তীতে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, মুস্তাফিজুর রহমান আর তাদের দলে নেই।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD