Logo

ভারতের সঙ্গে উত্তেজনা দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২৬, ১৫:৩৯
ভারতের সঙ্গে উত্তেজনা দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেও দেশের অর্থনীতি স্থিতিশীল থাকবে বলে আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ড. সালেহউদ্দিন বলেন, মুস্তাফিজকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। তবে শুরুটা বাংলাদেশ থেকে হয়নি। একজন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়নি, এটি প্রত্যাশিত নয়। কিন্তু এই পরিস্থিতি দুই দেশের জন্যও ভালো নয়। এর ফলে দেশের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

বিজ্ঞাপন

রাজনৈতিক প্রভাব পড়তে পারে কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে প্রধানত আবেগের বিষয় কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনা করবে। আমরা চাই না এই উত্তেজনা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করুক।

ড. সালেহউদ্দিন আরও জানান, মোস্তাফিজ একজন বিশ্বমানের খেলোয়াড়। বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা সম্পূর্ণ যথাযথ। যখন কেউ কোনো আচরণ শুরু করে, তখন তার প্রাপ্ত প্রতিক্রিয়া স্বাভাবিক।

বিজ্ঞাপন

এছাড়া সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, একটি কর্মের জন্য একটি প্রতিক্রিয়া থাকবে। ভারত আমাদের খেলোয়াড়কে প্রত্যাহার করেছে, আর আমরা আমাদের রেসপন্স দেখিয়েছি। আমি মনে করি এটা যথাযথ। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন বিষয়টিও আলোচনায় এসেছে। আমাদের প্রতিক্রিয়া ঠিক ছিল এবং এটি ভারতীয় পক্ষকেও ভাবাচ্ছে। ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ান নিজেই বলেছে এটা উচিত না।

তিনি আরও বলেন, আমি মনে করি যেখান থেকে এটা শুরু হয়েছে, সেখানে শুভ বুদ্ধির উদয় হবে। আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD