মোবাইল ফোনের এনইআইআর নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি বিটিআরসি’র

দেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য এনইআইআর সেবা নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়, এনইআইআর সংক্রান্ত সমস্ত সেবা গ্রহণের জন্য শুধুমাত্র বিটিআরসির নির্ধারিত সরকারি ওয়েবসাইট neir.btrc.gov.bd ব্যবহার করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, অননুমোদিত ওয়েবসাইট বা বিভ্রান্তিকর লিঙ্ক ব্যবহার করে ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবেনা। এছাড়া, কোনো প্রকার ফি প্রদান করে এনইআইআর সেবা গ্রহণ করার প্রয়োজন নেই। কারণ, এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
বিজ্ঞাপন
বিটিআরসি জানায়, ভুয়া লিঙ্ক বা অননুমোদিত ওয়েবসাইট ব্যবহার করলে ব্যক্তিগত তথ্য চুরি, প্রতারণা বা আর্থিক ক্ষতির ঝুঁকি থাকতে পারে। তাই শুধুমাত্র সরকারি ওয়েবসাইটের মাধ্যমে নিরাপদভাবে সেবা গ্রহণ করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।








