Logo

বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২৬, ২২:২১
বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠক
ছবি: সংগৃহীত

ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের বিমানবাহিনী প্রধানদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের বিমানবাহিনীর পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

পাকিস্তানের সামরিক জনসংযোগ সংস্থা আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠকে মিলিত হন। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনা, পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগের বিভিন্ন দিক।

বৈঠকে দুই বাহিনীর মধ্যে অপারেশনাল সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাকিস্তান বিমানবাহিনীর প্রধান বাংলাদেশি সমকক্ষকে বাহিনীর সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং প্রাথমিক থেকে উন্নত পর্যায়ের উড্ডয়ন প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্স, সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধ-অভিজ্ঞতা এবং কার্যকর অপারেশনাল দক্ষতার প্রশংসা করেন। তিনি পুরনো বিমান বহরের রক্ষণাবেক্ষণ সহায়তা এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে রাডার ব্যবস্থার সমন্বয়ে সহযোগিতা কামনা করেন।

সফরের অংশ হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দল পাকিস্তান বিমানবাহিনীর ন্যাশনাল আইএসআর ও ইন্টিগ্রেটেড এয়ার অপারেশনস সেন্টার, পিএএফ সাইবার কমান্ড এবং ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে।

বিজ্ঞাপন

আইএসপিআর মনে করিয়েছে, এই বৈঠক দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের ধারাবাহিকতা তুলে ধরে এবং ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত ও কৌশলগত অংশীদারিত্বে রূপ দেওয়ার যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD