এবারের নির্বাচনে দেশের মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণ হবে

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচনে দেশের মানুষ যাতে আস্থা ও প্রত্যাশা রাখতে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। তিনি জানান, যদিও অনেক চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা রয়েছে, তবুও সব পক্ষের সহযোগিতা থাকলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন সম্ভব।
বিজ্ঞাপন
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরো কনফারেন্স হলে ২৭টি সিভিল সোসাইটি সংগঠন সমন্বিত প্ল্যাটফর্ম “অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (এএফইডি)” আয়োজিত নাগরিক পর্যবেক্ষণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন শীর্ষক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আবুল ফজল সানাউল্লাহ বলেন, নির্বাচনের পর্যবেক্ষকরাও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে তারা দায়িত্বশীলভাবে কাজ করবেন। দেশের জরাজীর্ণ নির্বাচন ব্যবস্থাকে ধারাবাহিকভাবে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া আমাদের লক্ষ্য।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, গত কয়েকটি নির্বাচনের অভিজ্ঞতা আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে। যেখানে ঘাটতি ও ত্রুটি ছিল, সেগুলো বিবেচনায় রেখে এবার সম্মিলিতভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার চেষ্টা করছি। নির্বাচন কমিশনের প্রত্যাশা ও রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর যৌক্তিক প্রত্যাশার মধ্যে সমন্বয় করা অত্যন্ত জরুরি।
ইসি জানান, সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করা হলে নির্বাচনের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। এই প্রকল্পের মাধ্যমে পর্যবেক্ষকরা ভোটগ্রহণ, ভোট গণনা ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, নির্বাচন কমিশন দেশের নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও বিশ্বস্ত করার জন্য ধারাবাহিকভাবে কাজ করছে, যাতে ভোটারদের আস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি বিশ্বাস দৃঢ় থাকে।








