Logo

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সব প্রস্তুতি নিয়েছে সরকার

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৯ জানুয়ারি, ২০২৬, ১৫:৪৫
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সব প্রস্তুতি নিয়েছে সরকার
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা জানান।

শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ খুবই ভালো এবং সকল দলের জন্য সমান সুযোগ রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কয়েকজন যে কথাবার্তা বলছেন, তা দৃশ্যমান কোনো প্রমাণের সঙ্গে সমর্থিত নয়। এমন কিছু ঘটেনি যা দেখায় যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। ইসলামের শান্তির বার্তা এই দেশে পীর-দরবেশদের মাধ্যমে এসেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অজুহাত দেখিয়ে মাজারে হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা।

এই দিনে সকালেও ময়মনসিংহের জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার এবং ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন প্রেস সচিব। মাজারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও মনোবল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, মাজারগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং সাধারণ মানুষও নিরাপত্তা সচেতন হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD