নির্বাচনকালে গুজব রোধে সংবাদকর্মীদের সহযোগিতা জরুরি: তথ্যসচিব

আগামী নির্বাচনে গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, সাংবাদিকদের সক্রিয় ভূমিকা দেশের গণভোটকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সহায়তা করবে।
বিজ্ঞাপন
শুক্রবার (০৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য আয়োজিত নির্বাচন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের কর্মশালার উদ্বোধন করেন তিনি। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর সেমিনার কক্ষে শুরু হওয়া এই প্রশিক্ষণে ৫০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন, যারা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কাজ করছেন।
মাহবুবা ফারজানা বলেন, আপনাদের ক্ষুরধার লেখনী এখন অত্যন্ত জরুরি। গুজব ও অপতথ্য রোধে সাংবাদিকদের সহায়তা দরকার। একসঙ্গে কাজ করলে দেশ সুষ্ঠু নির্বাচনের পথে এগোবে। আমাদের লক্ষ্য জনগণকে ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতন করা।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ৬৪ জেলায় ৪৯৫ উপজেলার ভোটারদের জন্য ‘ভোটালাপ’ উঠান বৈঠক এবং সংক্ষিপ্ত ব্রিফিং আয়োজন করছে। পাশাপাশি, মোবাইল ফোন ব্যবহার করে ভোটের নিয়মাবলী শেখানো হচ্ছে। বিশেষভাবে তরুণ, নারী ও ক্ষুদ্র জনগোষ্ঠীকে ভোটে অংশগ্রহণে উৎসাহিত করতে মন্ত্রণালয় নানা উদ্যোগ নিয়েছে।
কর্মশালার সভাপতিত্ব করেন পিআইবি পরিচালক কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। যুগ্ম সচিব রিয়াসাতুল ওয়াসিফ ও জ্যেষ্ঠ প্রশিক্ষক গোলাম মুর্শেদ উপস্থিত ছিলেন। এসময় স্বাগত বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল।








