Logo

শেষ দিনে নির্বাচন কমিশনে উপচে পড়া ভিড়, ১৩১ প্রার্থীর আপিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৬, ১৯:০৭
শেষ দিনে নির্বাচন কমিশনে উপচে পড়া ভিড়, ১৩১ প্রার্থীর আপিল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে শেষ দিনে নির্বাচন কমিশনে (ইসি) উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরিয়ে পেতে শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে কেন্দ্রীয় আপিল বুথে আবেদন জমা দেওয়ার ধারা চলেছে।

বিজ্ঞাপন

নির্বাচন ভবনের সামনে স্থাপিত অস্থায়ী কেন্দ্রীয় আপিল বুথ থেকে জানা গেছে, শেষ দিনে মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী আপিল করেছেন। দুপুরের পরেও প্রতিনিয়ত প্রার্থীরা পৌঁছাতেই কেন্দ্রীয় কর্মকর্তারা সকলকে আপিল করার সুযোগ দিচ্ছিলেন। সময় নির্ধারিত বিকেল ৫টা পার হলেও উপস্থিত প্রার্থীদের জন্য কার্যক্রম সন্ধ্যা ৬টা পর্যন্ত চলেছে।

কেন্দ্রীয় বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সকাল থেকেই প্রার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য ছিল। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে সকল প্রার্থীর আবেদন গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনী কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, আজ বিকেল ৫টার মধ্যে যারা উপস্থিত ছিলেন, তাদের সকলের আপিল গ্রহণ করা হবে। প্রয়োজনে যতক্ষণ লাগবে তা চলবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত চার দিনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বোচ্চ ১৭৪টি আপিল জমা পড়েছিল। ওই দিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল দায়ের করা হয়।

বিজ্ঞাপন

সংক্রান্ত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ছিল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল শুনানি অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৮ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিলের শুনানি নেওয়া হবে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD