রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পরিচয়পত্র পেশ করেন।
বিজ্ঞাপন
পরিচয়পত্র প্রদান শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করতে পেরে তিনি গর্বিত ও সম্মানিত বোধ করছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশকে বন্ধু হিসেবে পেয়ে যুক্তরাষ্ট্র আনন্দিত।
নবনিযুক্ত রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আগামী দিনে আরও গভীর, বহুমাত্রিক ও কার্যকর করতে তিনি সর্বাত্মক চেষ্টা চালাবেন। পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া জোরদারে তার অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।
বিজ্ঞাপন
এই পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








