Logo

শেষ দিনের আপিল শুনানি শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৬, ১১:০০
শেষ দিনের আপিল শুনানি শুরু
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির আজ সমাপনী দিন। রোববার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশনের এই শুনানি শুরু হয়।

বিজ্ঞাপন

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ শুনানির শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত মোট ৩৫টি আপিল আবেদনের ওপর শুনানি চলছে। এর পাশাপাশি গত কয়েক দিনে পেন্ডিং বা অপেক্ষমাণ থাকা আবেদনগুলোর বিষয়েও আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বেলা ১২টা পর্যন্ত এই শুনানি কার্যক্রম চলার কথা রয়েছে।

অষ্টম দিনের পরিসংখ্যান : এর আগে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) অষ্টম দিনের শুনানিতে ১১২টি আবেদন নিষ্পত্তি করেছে কমিশন। যার মধ্যে: মঞ্জুর: ৪৫টি আপিল মঞ্জুর করা হয়েছে (এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং গ্রহণের বিরুদ্ধে ২টি)। না-মঞ্জুর: ৩৭টি আপিল না-মঞ্জুর হয়েছে।

বিজ্ঞাপন

৯টি আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং ২ জন আবেদনকারী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া ১৯টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছিল।

আজকের আপিল নিষ্পত্তি শেষ হওয়ার মাধ্যমেই নির্ধারিত হবে কতজন প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচনী ময়দানে লড়ার সুযোগ পাচ্ছেন। এর ফলে দেশজুড়ে এখন নির্বাচনী আমেজ আরও ঘনীভূত হচ্ছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD