Logo

কাদের-সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৬, ১০:৪৬
কাদের-সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার (১৮ জানুয়ারি) ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, শুনানির শুরুতে প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে আনীত সুনির্দিষ্ট অভিযোগগুলো উপস্থাপন করবেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করবেন। এই মামলায় অভিযুক্ত ৭ আসামির সকলেই বর্তমানে পলাতক রয়েছেন। গত ৮ জানুয়ারি ট্রাইব্যুনাল আসামিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সরকারি খরচে (স্টেট ডিফেন্স) আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছিলেন।

অভিযুক্ত যারা : মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অভিযুক্ত সাত নেতা হলেন: ১. ওবায়দুল কাদের (সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ), ২. আ ফ ম বাহাউদ্দিন নাছিম (যুগ্ম-সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ), ৩. মোহাম্মদ আলী আরাফাত (সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী). ৪. শেখ ফজলে শামস পরশ (সভাপতি, যুবলীগ), ৫. মাইনুল হোসেন খান নিখিল (সাধারণ সম্পাদক, যুবলীগ), ৬. সাদ্দাম হোসেন (সভাপতি, ছাত্রলীগ), ৭. ওয়ালি আসিফ ইনান (সাধারণ সম্পাদক, ছাত্রলীগ)।

বিজ্ঞাপন

গত বছরের ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ এই সাতজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেন। প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক চার্জশিটে জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে হত্যার নির্দেশ, প্ররোচনা এবং উসকানি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য যে, এর আগে আসামিদের গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সন্ধান পায়নি। পরবর্তীতে গত ২৯ ডিসেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য থাকলেও কেউ উপস্থিত না হওয়ায় ৩০ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। আজ অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে এই ঐতিহাসিক বিচার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD