Logo

অনলাইন নয়, ম্যানুয়ালি সাংবাদিক কার্ড দেবে ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৭:২২
অনলাইন নয়, ম্যানুয়ালি সাংবাদিক কার্ড দেবে ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার ইস্যু প্রক্রিয়ায় পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইন পদ্ধতির পরিবর্তে এখন থেকে ম্যানুয়ালি এসব কার্ড প্রদান করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অনলাইনে আবেদন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন জটিলতা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড বিতরণের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিস্তারিত নির্দেশনা শিগগিরই জানানো হবে। যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন তাদের আবেদন বিবেচনায় থাকবে। আর যারা আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট সাংবাদিকরা সশরীরে নির্বাচন ভবনে এসে কার্ড সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞাপন

এর আগে নির্বাচনী দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল। তবে ওই প্রক্রিয়াটি ব্যবহারবান্ধব নয় বলে মন্তব্য করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দেন।

এদিকে, সাংবাদিক নেতারা কার্ড ও স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরই ইসি অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়াল ব্যবস্থায় ফেরার সিদ্ধান্ত নেয়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD