৫০তম বিসিএস প্রিলিমিনারি স্থগিতের দাবিতে রিট, যা বলছে পিএসসি

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার চারজন পরীক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। তবে রিট দাখিল হলেও নির্ধারিত সূচি অনুযায়ীই প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত বহাল রেখেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পিএসসির একটি দায়িত্বশীল সূত্র জানায়, রিটের কারণে পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। রিট সংক্রান্ত বিষয়ে আদালতে পিএসসির আইন কর্মকর্তা প্রয়োজনীয় জবাব দেবেন এবং সে লক্ষ্যে প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এ বিষয়ে পিএসসির জনসংযোগ শাখা জানায়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সময়মতো সম্পন্ন করতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
৫০তম বিসিএসে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা সাম্প্রতিক কয়েকটি বিসিএসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এর আগে ৪৭তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন।
এ বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। ক্যাডার পদের মধ্যে সর্বাধিক ৬৫০ জন নিয়োগ পাবেন স্বাস্থ্য ক্যাডারে। পাশাপাশি প্রশাসনে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নেওয়া হবে। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।
এবারের প্রিলিমিনারি পরীক্ষায় পাঠ্যসূচির নম্বর বণ্টনে কিছু পরিবর্তন আনা হয়েছে। বাংলা, ইংরেজি ও বাংলাদেশ বিষয়াবলির নম্বর ৫ করে কমানো হয়েছে। বিপরীতে আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি এবং নৈতিকতা অংশে ৫ নম্বর করে বৃদ্ধি করা হয়েছে।
বিজ্ঞাপন
বিশেষ চাহিদাসম্পন্ন যেসব পরীক্ষার্থীর শ্রুতলেখকের প্রয়োজন, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় নথিসহ আবেদন গ্রহণ করা হয়েছে। পিএসসি নিজস্ব ব্যবস্থাপনায় তাঁদের জন্য শ্রুতলেখক নিশ্চিত করবে।
পিএসসির রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার পর স্বল্পতম সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।








