Logo

দায়িত্ব পালনে ধৈর্য ও নাগরিকবান্ধবতার ওপর গুরুত্বারোপ সেনা প্রধানের

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৯ জানুয়ারি, ২০২৬, ১৫:০০
দায়িত্ব পালনে ধৈর্য ও নাগরিকবান্ধবতার ওপর গুরুত্বারোপ সেনা প্রধানের
ছবি প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে কক্সবাজার এরিয়া পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে কক্সবাজারস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

উর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে সেনাবাহিনীর এ মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এসময় সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়াও পরিদর্শনকালে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উদ-জামান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

কক্সবাজার এরিয়া পরিদর্শনকালে সেনাবাহিনীর কক্সবাজারস্থ রামু ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বাংলাদেশ এয়ার ফোর্স বেইজ কক্সবাজারের এয়ার অফিসার কমান্ডার, সেনাবাহিনীর সামরিক সচিব এবং সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD