Logo

সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৪:৪১
সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কিছু ব্যক্তি ও মহল ভুল তথ্য ছড়িয়ে গণ্ডগোলের পাঁয়তারা করছে। তিনি বলেছেন, এসব অপপ্রচার বেশি দিন চলবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ড. মনসুর জানান, ১ জানুয়ারি থেকে ব্যাংকের সব লেনদেন স্বাভাবিক হয়েছে। আমানতে সর্বোচ্চ ৯.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে এবং একবারে সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলন সম্ভব। এছাড়া আমানতের বিপরীতে ঋণ নেওয়া এবং মুনাফা উত্তোলনের সুযোগও রয়েছে।

গভর্নর বলেন, “যে নিয়মে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত, তা রাতারাতি করা সম্ভব নয়। শরিয়াহ্ কাউন্সিলের পরামর্শ অনুযায়ী গত দুই বছরে ব্যাংক থেকে অনেক কোটি টাকা ক্ষতি হয়েছে। কিছু ক্ষেত্রে মুনাফা দেওয়া সম্ভব হয়নি, তবে সরকারের অনুদানের মাধ্যমে গ্রাহকের জন্য ৪ শতাংশ সুদ প্রদান করা হচ্ছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পাঁচটি ব্যাংকের লোকসানের পরও সরকার গ্রাহকদের সুবিধা নিশ্চিত করেছে। “শুধু সরকার কেন সব দায়ভার নেবে? বরং প্রত্যাশার তুলনায় বেশি সহায়তা দেওয়া হয়েছে,” যোগ করেন ড. আহসান।

এছাড়া তিনি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে (এনবিএফআই) জমা করা নগদ টাকা দেওয়ার প্রক্রিয়া উল্লেখ করে বলেন, ইসলামী আইন অনুযায়ী মুনাফার আকারে নয়, অনুদানের মাধ্যমে সুবিধা দেওয়া হচ্ছে, যা সরকারের জন্য অতিরিক্ত খরচ হিসেবে ধরা হচ্ছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD