Logo

শেরপুরে সহিংসতা ও হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ১২:০৯
শেরপুরে সহিংসতা ও হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

শেরপুরে সাম্প্রতিক সহিংসতা ও এক রাজনৈতিক নেতার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে সরকার জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে বিষয়টি তদন্তে নেমেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে সরকার সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামসহ সংশ্লিষ্ট দলগুলোর নেতৃত্বকে তাদের সমর্থকদের সংযত রাখতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি বা প্রাণহানির কোনো স্থান নেই। শেরপুরে সংঘর্ষ ও হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে সরকার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

সব রাজনৈতিক দল, প্রার্থী ও নির্বাচনী প্রচারণায় যুক্ত ব্যক্তিদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং গঠনমূলকভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। সরকার মনে করে, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্তর্বর্তীকালীন সরকার শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD