Logo

কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে: তারেক রহমান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২৬, ১১:৫০
কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন বিএনপি চেয়ারপারসনের পুত্র ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর আন্তর্জাতিক সাময়িকী টাইম ম্যাগাজিন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আইনশৃঙ্খলা, রাজনৈতিক সহনশীলতা ও নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলেছেন।

বিজ্ঞাপন

নিজ বাসভবনের বাগানে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, দেশের আইন অনুযায়ী যে কেউ অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আসতেই হবে। রাজনৈতিক মতভেদের কারণে দল নিষিদ্ধ করার প্রবণতারও বিরোধিতা করেন তিনি। তার ভাষ্য, “আজ কাউকে নিষিদ্ধ করলে, কাল অন্য কাউকেও করা হতে পারে। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।”

দেশে ফেরার অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান, দীর্ঘদিন বিদেশে থাকার পর ধীরে ধীরে স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। নিজেকে খুব বেশি বক্তৃতানির্ভর রাজনীতিক মনে করেন না উল্লেখ করে তিনি বলেন, কথার চেয়ে দায়িত্ব পালন ও কাজের দিকেই তার বেশি মনোযোগ।

বিজ্ঞাপন

গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। ঢাকায় পৌঁছানোর পর সমর্থকদের ভিড়ের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে তার উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে নাড়া দিয়েছে বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকারে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক পরিবর্তন, আইনশৃঙ্খলা অবস্থা এবং ভবিষ্যৎ নির্বাচন নিয়েও কথা উঠে আসে। তারেক রহমান বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

প্রতিবেদনটিতে বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর, সংস্কার প্রচেষ্টা এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি কোন দিকে যেতে পারে— সে বিষয়েও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD