Logo

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা, এমপিসহ নিহত ১৫

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি, ২০২৬, ১১:১৮
কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা, এমপিসহ নিহত ১৫
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে দেশটির এক সংসদ সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি ছিল কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনার।

বিজ্ঞাপন

এটি ভেনেজুয়েলা সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা শহরের উদ্দেশে উড্ডয়ন করেছিল। বিমানে কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোসহ যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ১৫ জন আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্ধারকর্মীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ওকানা বিমানবন্দরে অবতরণের প্রস্তুতিকালে দুর্ঘটনাটি ঘটে। সাতেনা কর্তৃপক্ষ জানায়, ওকানার আকাশসীমায় প্রবেশের পর বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর সেটি ভূপাতিত হয়ে বিস্ফোরণে বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানে থাকা ১৩ জন যাত্রী ও দুইজন ক্রু—কেউই প্রাণে বাঁচেননি বলে আশঙ্কা করা হচ্ছে।

যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি পাহাড়ি ও দুর্গম অঞ্চল হিসেবে পরিচিত, যেখানে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন ঘটে। পাশাপাশি অঞ্চলটি দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)-এর প্রভাবাধীন বলে জানা যায়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD