Logo

জাপার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জিএম কাদের

profile picture
জনবাণী ডেস্ক
৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০৯
31Shares
জাপার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জিএম কাদের
ছবি: সংগৃহীত

সেই সঙ্গে রায় কেন চুড়ান্তভাবে বাতিল করা হবেনা, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে

বিজ্ঞাপন

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন জিএম কাদের। আদালতের রায় স্থগিত করে এ রায় দিয়েছেন হাইকোর্ট। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) হাইকোর্ট এ আদেশ দেন। সেই সঙ্গে রায় কেন চুড়ান্তভাবে বাতিল করা হবেনা, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৯ নভেম্বর জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত জিয়াউল হক মৃধা জি এম কাদেরের বিরুদ্ধে এক মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের যাবতীয় দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার অস্থায়ী আদেশ দেন। 

একই আদালতে মসিউর রহমান রাঙ্গা গত ৩ অক্টোবর জি এম কাদেরসহ চার জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। এতে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকেও জাতীয় পার্টি থেকে বহিষ্কার করেন, যা সম্পূর্ণ অবৈধ।

বিজ্ঞাপন

গত ৬ অক্টোবর জাতীয় পার্টির পক্ষে শেখ সিরাজুল ইসলাম, কলিম উল্যাহ মজুমদারসহ বেশ কয়েকজন আইনজীবী এই আবেদন করেন। আবেদনে জি এম কাদেরের ওপর গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চাওয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD