Logo

নির্বাচনকে ভণ্ডুল করতে চায় সরকারের ভেতরের একটি অংশ: এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ২০:৩০
12Shares
নির্বাচনকে ভণ্ডুল করতে চায় সরকারের ভেতরের একটি অংশ: এনসিপি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, সরকারের ভেতরের কোনো একটি অংশ আসন্ন জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

দলটির নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী “জুলাই সনদ” বাস্তবায়ন করা হয়নি, যা মূলত দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব অভিযোগ জানান।

বিজ্ঞাপন

তারা বলেন, সরকারের পক্ষ থেকে জুলাই সনদ এবং গণভোট সংক্রান্ত উদ্যোগ না নিয়ে বিষয়টি রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকার সনদ নিয়ে সাপলুডু খেলছে। আমাদের আশঙ্কা, সরকারের ভেতরের একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে।

তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই দিতে হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলীয় মতামতে গণভোটে যাওয়ার প্রয়োজন নেই। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিন আসনে প্রার্থী হওয়াকে শুভেচ্ছা জানান এবং বলেন, এটি দেশের গণতন্ত্রকে আরও সুসংগত করতে সহায়ক হবে।

এনসিপি নেতারা আরও বলেন, যেহেতু জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারছেন, তাই সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন— সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নে এগিয়ে আসার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সোমবার (৩ নভেম্বর) ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ধরনের রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি দেশের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের কাছে সতর্কবার্তা দিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD