কুষ্টিয়া ২ ও ৩ আসনে বিএনপি’র প্রার্থী রউফ চৌধুরী ও জাকির সরকার

কুষ্টিয়া-২ ও কুষ্টিয়া-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এবং ইঞ্জিনিয়ার জাকির সরকারকে।
বিজ্ঞাপন
সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, স্থানীয় নেতাকর্মীদের মতামত ও দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে এই প্রার্থী নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলায় বিএনপি সংগঠনকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও ইঞ্জিনিয়ার জাকির সরকার। তাদের অভিজ্ঞতা ও স্থানীয় জনপ্রিয়তাকে ভিত্তি করে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এবারের নির্বাচনে কুষ্টিয়া-২ ও কুষ্টিয়া-৩ আসনের জন্য বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে নতুন দফার আলোড়ন তৈরি হয়েছে।








