জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির প্রার্থী মিল্টন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন দিয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে।
বিজ্ঞাপন
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জামায়াতের হেভিওয়েট নেতা এবং দলের আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রতিদ্বন্দ্বিতা তীব্র ও হাড্ডাহাড্ডি হতে পারে।
একই দিনে বিএনপি দেশের ২৩৮টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রায় ২৩৫টি আসনের প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেগুলো বিএনপি সমন্বয় করে নেবে।
বিজ্ঞাপন
এর আগে গত অক্টোবর মাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছিল। সেই তালিকায় ঢাকা-১৫ আসনে জামায়তের আমির ডা. শফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
মাঠ পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, ঢাকা-১৫ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার এই লড়াই নির্বাচনকে এক আকর্ষণীয় রাউন্ডে পরিণত করতে পারে। দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শীতল নয়, বরং মাঠ পর্যায়ে তীব্র চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়ন বিএনপির জন্য ঢাকার এই আসনে শক্ত অবস্থান তৈরি করতে সাহায্য করবে। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১৫ আসনটি কেন্দ্রীয় নজরে থাকবে।








