Logo

অভিশ্রুতি শাস্ত্রীর বাবার ডিএনএ টেস্ট, মাকেও আনা হচ্ছে ঢাকায়

profile picture
জনবাণী ডেস্ক
৪ মার্চ, ২০২৪, ০৬:৫০
143Shares
অভিশ্রুতি শাস্ত্রীর বাবার ডিএনএ টেস্ট, মাকেও আনা হচ্ছে ঢাকায়
ছবি: সংগৃহীত

দুপুরে বিউটি বেগম ও তার স্বজনরা ঢাকার উদ্দেশে রওনা হন। বিকাল ৫টার দিকে বিউটি বেগম গণমাধ্যমকে বলেন, আমরা ফেরির ওপর আছি, ঢাকায় যাচ্ছি।

বিজ্ঞাপন

রাজধানীর বেইলি রোডে আগুন লাগার ঘটনায় সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর লাশ হস্তান্তর নিয়ে জটিলতা তৃতীয় দিনেও শেষ হয়নি। নিহত সাংবাদিক অভিশ্রুতি নাকি বৃষ্টি খাতুন সেই পরিচয় নির্ধারণে রবিবার সকালে তার বাবা সবুজ শেখের ডিএনএ টেস্টের স্যাম্পল নেওয়া হয়েছে। এছাড়া তার মা বিউটি বেগমের স্যাম্পল নেওয়ার জন্য ডাকা হয়েছে ঢাকায়।

রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিউটি বেগম ও তার স্বজনরা ঢাকার উদ্দেশে রওনা হন। বিকাল ৫টার দিকে বিউটি বেগম গণমাধ্যমকে বলেন, আমরা ফেরির ওপর আছি, ঢাকায় যাচ্ছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে বৃষ্টি খাতুনের বাবার সবুজ শেখ জানান, “থানা থেকে অপমৃত্যুর কাগজপত্র পেয়েছি। অন্যান্য কাগজপত্রও প্রস্তুত। আমার ও বৃষ্টির ডিএনএ টেস্টের স্যাম্পল নিয়েছে। ওর মা স্যাম্পল দেওয়ার জন্য ঢাকায় আসছেন। পৌঁছাতে রাত হয়ে যাবে। সোমবার সকাল ১০টায় আবার রমনা থানায় যাবো। সেখান থেকে ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর সবমিলে গেলেই আমরা মরদেহ বুঝে পাব, এমনটিই বলেছে পুলিশ।”

বিজ্ঞাপন

বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল মজিদ জানান, আমরা উদ্বেগ উৎকণ্ঠায় আছি। গ্রামের মানুষ বৃষ্টির মরদেহ আসার অপেক্ষায় আছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD