বেইলি রোডের আগুনে প্রাণ হারালেন সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
বিজ্ঞাপন
বেইলি রোডের আগ্নিকাণ্ডের ঘটনায় দ্য রিপোর্ট অনলাইন পোর্টালের নির্বাচন কমিশন বিটের প্রতিনিধি অভিশ্রুতি শাস্ত্রী মারা গেছেন। অভিশ্রুতি শাস্ত্রীর স্বজনরা এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এতে নারীসহ কমপক্ষে ৪৬ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। রাত সাড়ে ১২টা পর্যন্ত ওই ভবন থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩৮ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
জেবি/এসবি