উত্তরায় কাঁচাবাজারে আগুন, পুড়লো বহু দোকান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ১২ই মার্চ ২০২৪
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে জমজম টাওয়ারের পাশে অবস্থিত কাঁচাবাজারে আগুন লেগেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে অনেক দোকান পুড়ে ছাই হলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১২ মার্চ) উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুন
তিনি আরও জানিয়েছেন, রাত ২টা ৫ মিনিটের জমজম টাওয়ারের পাশে অবস্থিত কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে এর পাঁচ মিনিট পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে। কাজ শেষে কয়েকটি ইউনিটকে ফেরত পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এখন উত্তরা ফায়ার সার্ভিস কাজ করছে। আগুনে কোনও হতাহত হয়নি বলে জানান তিনি।
কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, জানতে চাইলে আলম হোসেন বলেন, তৎক্ষণাৎ কিছু জানা যায়নি। শুধু বেশ কয়েকটি দোকান পুড়েছে। এর নির্দিষ্ট সংখ্যাও এখন বলা যাবে না। অগ্নিনির্বাপণের কাজ শেষ করে তারপর এ বিষয়ে তদন্ত করে জানানো হবে।
আগুন লাগার খবর পেয়ে বাজারে ছুটে আসেন দোকানিরা। অনেকটা ঝুঁকি নিয়ে দোকান থেকে মালপত্র বের করতে দেখা যায় তাদের। অনেকের নগদ টাকা পুড়ে যাওয়ায় হাহাকার করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঘটনাস্থলে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক ও ফার্নিচারের দোকান ছিল। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই এসব দোকান পুড়ে গেছে।
জেবি/এজে