সোমালিয়ার দস্যুদের দখলে বাংলাদেশি জাহাজ, জিম্মি ২৩ নাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪
সোমালিয়ার দস্যুদের কবলে পড়েছে ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ নামের একটি বাংলাদেশি জাহাজ। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ জাহাজটি আক্রান্ত হয়।
সোমালিয়া থেকে প্রায় ৪৫০ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে কমপক্ষে ১০০ দস্যু জাহাজটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। ওই জাহাজে কর্মরত ২৩ জন বাংলাদেশি নাবিক দস্যুদের কাছে জিম্মি অবস্থায় রয়েছে। নৌপরিবহণ অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: দুই ধরনের খেজুরের দাম বেঁধে দিল সরকার
জানা যায়, সমুদ্রগামী এ জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে গালফ অব ইডেনে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় দস্যুরা। তাদের অনেকের হাতে অস্ত্র রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নাবিকেরা নিরাপদে রয়েছেন। নৌপরিবহণ মন্ত্রণালয় ইতোমধ্যেই পরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে।
এমভি আব্দুল্লাহ জাহাজটির মালিক চট্টগ্রামের এসআর শিপিং লিমিটেড। এটি মূলত বাল্ক ক্যারিয়ার।
আরও পড়ুন: চাল-তেল-চিনি-খেজুরে কর ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি
জাহাজটি আক্রান্তের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নৌপরিবহণ অধিদফতরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম। তিনি বলেন, “জাহাজের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। জাহাজের ক্রুরা (নাবিক) নিরাপদে রয়েছেন। তাদের উদ্ধারে আন্তর্জাতিক যে প্রক্রিয়া ও কৌশল রয়েছে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, এর আগে একই কোম্পানির জাহান মনি নামের আরেকটি জাহাজ দস্যুরা জিম্মি করেছিল। পরে সেটি উদ্ধার করা হয়।
জেবি/এসবি