আফগানিস্তানে ৩ সপ্তাহে তুষারপাত-বৃষ্টিতে নিহত ৬০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ১৪ই মার্চ ২০২৪
টানা তিন সপ্তাহ ধরে আফগানিস্তানে তুষারপাত ও বৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ৬০ জনের প্রাণহানি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়।
আরও পড়ুন: রমজানে ৯৩ দেশকে খেজুর উপহার দিয়েছে সৌদি
দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ে মুখপাত্র জানান, গেল ২০ ফেব্রুয়ারি থেকে তুষার ও বৃষ্টিপাতের কারণে ৬০ জন মারা গেছেন এবং আরও ২৩ জন নানা দুর্ঘটনায় আহত হয়েছেন।
তিনি বলেন, “দুর্যোগে প্রায় এক হাজার ৬৪৫টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার গবাদি পশুও মারা গেছে।”
আরও পড়ুন: সৌদিতে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে
মঙ্গলবার (১২ মার্চ) প্রাদেশিক রাজধানী হেরাত শহরে একটি বাড়ির ছাদ ধসে পড়ে। এ ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত হন। প্রাদেশিক তথ্য থেকে জানা গেছে, প্রায় ২৫০টি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে এবং কৃষি জমির একটি বড় অংশই প্লাবিত হয়েছে।
জেবি/এসবি