দুই মামলায় ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তা রিমান্ডে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪


দুই মামলায় ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তা রিমান্ডে
ফাইল ছবি

অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগে পৃথক দুই মামলায় ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 


রবিবার ( ২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.রশিদুল আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।


আরও পড়ুন: পার্সেল করে মদ নিতে না পারায় বোট ক্লাবে তান্ডব চালান পরিমনি


রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- ট্রান্সকম গ্রুপের ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক ও করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন।


আরও পড়ুন: জামিন পেলেন ড. ইউনূস


এদিন আসামিদের জামিন বাতিল পূর্বক রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন বাতিল করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 


এর আগে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাজরেহ হক বাদী হয়ে গুলশান থানায় পৃথক তিন মামলা করেন।


জেবি/এসবি