২৯ মে ১১১ উপজেলায় সাধারণ ছুটি দিতে ইসির নির্দেশ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩২ পিএম, ১৫ই মে ২০২৪


২৯ মে  ১১১ উপজেলায় সাধারণ ছুটি দিতে ইসির নির্দেশ
ফাইল ছবি

এবারের ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে ১১১ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান চিঠি পাঠিয়েছেন।


আরও পড়ুন: ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন নিয়ে ইসির প্রজ্ঞাপন


চিঠিতে বলা হয়, “২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপের নির্বাচন ১১১ উপজেলায় অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৯ মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।”


আরও পড়ুন: তিন নারীকে টপকিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা


“বর্ণিতাবস্থায়, উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৯ মে সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।”


জেবি/এসবি