ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠান শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন তিনি।
বিজ্ঞাপন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শনিবার (৮ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। অনুষ্ঠান শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন তিনি।
বিজ্ঞাপন
আগামীকাল রবিবার (৯ জুন) নরেন্দ্র মোদির শপথ নেওয়ার কথা রয়েছে। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মোদীর শপথ: নয়াদিল্লির পথে প্রধানমন্ত্রী
জানা যায়, সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকও অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান ও আনুষ্ঠানিক কর্মসূচি শেষে নয়াদিল্লির স্থানীয় সময় সোমবার (১০ জুন) বিকেল ৫টায় পালাম এয়ার ফোর্স স্টেশনে পৌঁছাবেন এবং বাংলাদেশ সময় রাত ৮টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
বিজ্ঞাপন
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৪টি আসনে জিতেছে। এর আগে ৮ জুন মোদীর শপথ অনুষ্ঠানের কথা ছিল
বিজ্ঞাপন
জেবি/এসবি